Header Image

দুর্গাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

 

মোঃ মাসুম বিল্লাহ,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি –

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ২৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে আটক দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার মউ গ্রামের জানিরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার কেরনখলা গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে মো. ফজলু মিয়া (২৬) এবং রামনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. ফজলুল হক (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের জানিরগাঁও বাজারস্থ মাছ মহলের সামনের সড়কে ইয়াবা বেচাকেনার সময় তাদের হাতে-নাতে আটক করা হয়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!