
ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতি, বিভাগীয় কমিটি, ময়মনসিংহের নবগঠিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর ) সকাল ৯টায় ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সভাকক্ষে এই পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহীদ মিয়া, সভাপতি, কেন্দ্রীয় কমিটি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এবং মোঃ হানিফ, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
সভায় সভাপতিত্ব করেন মোঃ হাফিজুর রহমান, সভাপতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতি, বিভাগীয় কমিটি, ময়মনসিংহ।
সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতি, বিভাগীয় কমিটি, ময়মনসিংহ।
সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয় এবং সংগঠনের কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ববোধ আরও জোরদার করার আহ্বান জানান।
