Header Image

ইসলামপুরে বিএনপি কর্মীদের ‘জামায়াত’ সাজিয়ে যোগদান দেখানোর অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুরে কিছু অনলাইন নিউজ পোর্টালে জামায়াতের কর্মীরা বিএনপিতে যোগদান করেছেন—এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখা।

শনিবার (২৯ নভেম্বর) রাতে ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামী’র দলীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সহকারী সেক্রেটারি ও প্রচার ও গণমাধ্যম বিভাগের প্রধান আব্দুর রহমান ওমর।

তিনি বলেন, কুলকান্দি ইউনিয়নের ০১নং ওয়ার্ডের জামায়াতের তিনজনসহ অর্ধ শতাধিক নেতার বিএনপিতে যোগদানের যে খবর প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। ওই ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর নিয়মিত কমিটি কার্যক্রম পরিচালনা করছে। সংবাদে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা কখনোই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না; বরং তারা আগ থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের পুনরায় যোগদান দেখানো একটি হাস্যকর প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় মন্তব্য করেন তিনি।

আব্দুর রহমান ওমর আরও বলেন, ইসলামপুরে জামায়াতে ইসলামী যখন জনগণের আস্থা অর্জন করে শক্ত অবস্থান তৈরি করছে, তখন নির্বাচনের প্রাক্কালে কতিপয় পক্ষপাতদুষ্ট সাংবাদিক এসব সাফল্যকে ব্যাহত করতে উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া তথ্য ছড়াচ্ছেন। তিনি এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, মূলধারার গণমাধ্যমগুলো সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনগণের সামনে প্রকৃত তথ্য তুলে ধরবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!