Header Image

কুড়িগ্রামে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার  রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত 

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বাদ আছর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন দলীয় কার্যালয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সংক্ষিপ্ত বক্তব্যে বলেন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে গোটা জাতি তাঁকে আন্তরিক দুআয় স্মরণ করছে। দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দুআ ও ভালোবাসা পাওয়া সত‍্যিই পরম সৌভাগ্যের,আসুন মহান রাব্বুল আলামিনের নিকট দুই হাত তোলে উনার জন্য দোয়া কামনা করি
দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির আহবায়ক কমিটির সদস্য উমর ফারুখ, আবু বকর সিদ্দিক, আব্দুল আজিজ, সহিরুজ্জামান সাজু, আলতাফ হোসেন, ফিরোজ, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবু, রবিউল ইসলাম লেবু,আজিজুল হক, হেলাল আহমেদ, সদর উপজেলা বিএনপির মাহবুবুর রহমান, পৌর বিএনপি’র মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, মাসুদ রানা বাবু,ফরহাদ হোসেন, শ্রমিক দলের,রিজন সরকার, আজিজু, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক যুবনেতা মোর্শেদ হোসেন লিটু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল,কুড়িগ্রাম জেলা ট্রাক ট্যাংকলড়ি কাভার্ড ভ্যান ড্রাইভার কল্যাণ সমিতির সভাপতি মোঃ আয়নাল হক সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এবং দোয়া মাহফিল পরিচালনা করেন জেলার ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা ইউনুস সরকার।
এসময় বিএনপি চেয়ারপার্সন আপসহীন নেত্রী “বেগম খালেদা জিয়ার” দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষভাবে দোয়া করেন দলের সকল নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!