Header Image

কুড়িগ্রামে তীব্র শীত-দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ

কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে তীব্র হচ্ছে শীতের প্রকোপ। তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় চারদিক ঢেকে থাকায় বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষসহ জেলার বিভিন্ন এলাকার সাধারণ জনগণ।

আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে আচ্ছন্ন থাকায় শীতের অনুভূতি আরও বাড়ছে।শীত ও ঘন কুয়াশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষি শ্রমিক ও দিনমজুররা।

রাজারহাটের কৃষি শ্রমিক বেলায়েত হোসেন জানান, “ভোরে কাজে বের হওয়া কঠিন হয়ে গেছে। হিম বাতাসে হাত-পা জমে যায়। কাজ না করলে আয় নেই, তাই বাধ্য হয়ে নামতে হয়।”
জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদীর তীরবর্তী ৪৫০টিরও বেশি চর ও দ্বীপচরের দরিদ্র মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয়রা জানান, তাপমাত্রা আরও কমলে শীতের পরিস্থিতি মোকাবিলায় সরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণসহ জরুরি সহায়তা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!