Header Image

সাংবাদিক মাহবুব আলম’র ওপর কিশোর গ্যাং ‘রাসেল বাহিনীর’ ফিল্মি স্টাইলে সন্ত্রাসী হামলা

 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় গণমাধ্যম কর্মী ও CNN Bangla টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক মাহবুব আলম সরকারের ওপর ফিল্মি স্টাইলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে ২নং গামারীতলা ইউনিয়নের কাছম মার্কেট থেকে প্রায় ১০০ ফিট পশ্চিমে সাঁতাইরাপাড়া মেইন রোডে এ হামলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার নেতৃত্ব দেয় এলাকার কুখ্যাত কিশোর গ্যাং নেতা রাশেদুল ইসলাম রাসেল ও তার বাহিনীর সদস্যরা।

ভুক্তভোগী সাংবাদিক মাহবুব আলম সরকার জানান, প্রতিদিনের মতো ধোবাউড়া উপজেলা থেকে সংবাদ সংগ্রহ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তিনি গোপন সূত্রে জানতে পারেন মাদক ও ভারতীয় চোরাচালানের একটি গাড়ি ওই এলাকায় প্রবেশ করতে পারে। ঘটনাটির ভিডিও ও প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে তিনি দ্রুত কাছম মার্কেট সংলগ্ন সাঁতাইরাপাড়া মেইন রোডে অবস্থান নেন।

এসময় রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে চারটি মোটরসাইকেলে করে প্রায় ১২ জন কিশোর গ্যাং সদস্য হঠাৎ তাকে ঘিরে ফেলে। মুহূর্তের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়। হামলায় অংশ নেওয়া অন্তত ছয়জনকে তিনি শনাক্ত করেছেন বলে জানান। তার ভাষায়—
“চোরাচালান ও মাদক চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ বন্ধ করতেই আমাকে টার্গেট করা হয়েছে।”

হামলার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়লেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাংবাদিক মাহবুব আলম সরকার জানান, বিষয়টি তিনি প্রশাসনকে অবহিত করেছেন এবং মামলার প্রস্তুতি চলছে।

এদিকে এলাকাবাসী দ্রুত তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!