Header Image

পঞ্চগড়ে মৃদু শৈত্য প্রবাহ চলমান, তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে

 

পঞ্চগড় প্রতিনিধি

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে বদলাতে শুরু করেছে তাপমাত্রা। শুরু হয়েছে মৃদু শৈত্য প্রবাহ। ৩ দিন ধরে ঝলমলে রোদে উষ্ণতা ছড়ালেও কমে যাচ্ছে রাতের তাপমাত্রা।

রবিবার (৪জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রী সেলসিয়াস, এসময় বাতাসের আদ্রতা ছিল ৯৭শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৮-১০ কিলোমিটার। গতদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।

রাতে তাপমাত্রা কমলেও দিনের দিকে সূর্য ওঠার পর ২৫ থেকে ২৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছায় তাপমাত্রা। ফলে দুপুরে মিলছে সামান্য উষ্ণতা। এদিকে উত্তর-পশ্চিম দিক থেকে নেমে আসা হিমেল বাতাসে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত হাড়-কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

পঞ্চগড় জালাসী এলাকার বাসিন্দা আরমান বলেন, সকালে ঘুম থেকে নামাজের জন্য উঠলে ঠান্ডা লাগে অনেক। অজুর পানি বরফের মতো লাগে। তার সাথে কুয়াশা ও হাঁড় কাপানো শীত তো আছেই। এ সময়টিতে প্রচুর ঠান্ডা বাতাস হওয়ায় শীতের তীব্রতা অনেক বেশি অনুভব হয়।’
কায়েতপাড়ার রিক্সা চালক জাহাঙ্গীর বলেন, সকাল সকাল অনেক ঠান্ডা। রাতে ঠান্ডা লাগে, রিক্সা চালাতে কষ্ট হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ৩দিন ধরে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে জেলা জুড়ে। তাপমাত্রায় কোনো পরিবর্তন নেই। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!