Header Image

ধোবাউড়া প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বার্নার সরকার ধোবাউড়া থেকে :

ঐতিহ্যবাহী ধোবাউড়া প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি ২০২৬) ধোবাউড়া প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন এবং উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম কাজল। তারা বলেন, ধোবাউড়া প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে কাজ করে যাচ্ছে।

প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক আবুল হাশেম।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!