
ময়মনসিংহের-ধোবাউড়া উপজেলা০২নং গামারীতলা ইউনিয়নের আমাদের এস-এফ টিভি’র সিনিয়র রিপোর্টার মাহবুব আলম সরকার এঁর উপর প্রাণ-নাশক সন্ত্রাসী হামলার আসামিরা প্রকাশ্যে ঘুরলেও ‘ধরছে না’ধোবাউড়া থানা পুলিশ।
হত্যাকাণ্ডের উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের হলেও এখনও ধরা ছোয়ার বাইরে রয়েছে আসামিরা।
প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামি,তাদের ধরছে না ধোবাউড়া থানা পুলিশ,দেওয়া হচ্ছে হুমকি ধামকি,উল্টো নিরাপত্তাহীনতায় দিন কাটছে অভিযোগ আমাদের এস-এফ টিভির সিনিয়র রিপোর্টার মাহবুব আলম সরকার এঁর।
আদালত ঘটনায় মামলা দায়ের এজাহার হিসেবে গ্রহণ করার জন্য ধোবাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়, এরপর ধোবাউড়া থানা পুলিশ মামলা রেকর্ডভুক্ত করলেও আসামি গ্রেপ্তারে তৎপর হয়নি পুলিশ।
এখনও ধরা ছোয়ার বাইরে রয়েছে আসামিরা,প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামি,তাদের ধরছে না ধোবাউড়া থানা পুলিশ এবং ৫-জনের নাম উল্লেখ করে-৪-৫ জন অজ্ঞাত নামা আসামি করা হয়।
আসামিদের সঠিক তথ্য
একাধিকবার অবস্থান জানালেও তাদেরকে গ্রেপ্তারে অনীহা দেখাচ্ছেন তদন্তকারী কর্মকর্তা এস আই মাহমুদুল হাসান।
আমাদের সিনিয়র রিপোর্টার এ-বিষয়ে অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে বলেন দেখছি বিষয়টি এখন পর্যন্ত দেখা হয়নি।
প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন আমাদের এস-এফ টিভির সিনিয়র রিপোর্টার মাহবুব আলম সরকার।
