
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভুরুঙ্গামারী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানাকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে জোরালো তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টির প্রায় ২০০ জন ভোটার বিএনপিতে যোগদান করেন। স্থানীয় নেতা মো. আউয়াল আর্মির নেতৃত্বে আয়োজিত এ যোগদান ও মতবিনিময় সভায় প্রায় ৪০০ জন ভোটার উপস্থিত ছিলেন। এতে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ও উত্তাপ ছড়িয়ে পড়ে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি প্রার্থী সাইফুর রহমান রানার সহধর্মিণী ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সদস্য মোছা. শামিমা রহমান আপন। তিনি বলেন,
“কিছু দল এখন বেহেশতের টিকিটের কথা বলে ভোট চাইছে। কিন্তু বেহেশতে যেতে হলে নামাজ, রোজা, হজ ও যাকাত আদায় করতে হয়—কোনো প্রতীকে ভোট দিলেই বেহেশতের টিকিট পাওয়া যায় না।”
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এবং ধানের শীষ প্রতীক বিজয়ী হলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কোনো মা-বোন বঞ্চিত হবেন না বলেও আশ্বাস দেন তিনি। উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে দল-মত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে দিনের শুরু থেকে বিকেল পর্যন্ত কচাকাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। নেতারা দাবি করেন, সাধারণ মানুষের প্রত্যাশা এবার বিএনপির দিকেই ঝুঁকছে।
এ সময় কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান তোলাব্যাপারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা থেকে ঘরে ঘরে প্রচারণা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের কাছে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিতের আহ্বান জানানো হয়।
