Header Image

ইরানজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি: বিক্ষোভে প্রাণ গেল ১৯২ জনের

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানি বেড়ে ১৯২

ইরানে চলমান তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। গত দুই সপ্তাহে দেশজুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) রোববার প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, এর আগে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫১ বলে জানানো হলেও সাম্প্রতিক যাচাইয়ে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে।

আইএইচআর জানিয়েছে, টানা দুই সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে সরকার ও চলমান অর্থনৈতিক চাপের বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। তবে কয়েক দিন ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

এদিকে, বিদেশি শক্তির মদদে দেশে সহিংসতা ছড়ানো হচ্ছে— এমন অভিযোগ তুলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে ইরানের আইনশৃঙ্খলাবাহিনী। রোববার দেশটির জাতীয় পুলিশ কয়েকশ বিক্ষোভকারীকে আটক করেছে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!