
টেকনাফে সীমান্ত গুলিতে শিশু আহত, আইসিইউতে ভর্তি
মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘাতের প্রভাবে টেকনাফে সীমান্তের ওপার থেকে আসা গুলিতে শিশু আফনান (১২) আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আহত শিশুটির চাচা মোহাম্মদ শওকত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটিকে জরুরি বিভাগ থেকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং তার হাত-পা কিছু সময় নড়াচড়া করছিল।
ঘটনা সকাল সাড়ে ১০টার দিকে ঘটে। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় হঠাৎ সীমান্তের ওপার থেকে আসা গুলি আফনানের গায়ে লাগে।
