
পিএসএলের মুলতান সুলতানসের মালিকানা নিলামে বিক্রির সিদ্ধান্ত
আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) উপলক্ষে মুলতান সুলতানস ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিছু দিন আগে বোর্ড জানিয়েছিল, আগামী আসরে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা তাদের কাছে থাকবে। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বোর্ড।
পিসিবি সূত্রে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, বাকি দুই ফ্র্যাঞ্চাইজির দরপত্র সম্পন্ন হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে নিলাম প্রক্রিয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।
