Header Image

নেত্রকোনা দুর্গাপুরে ধানের শীষের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীদের ঐতিহাসিক মাঠে প্রচার প্রচারনা

আল আমিন হাওলাদার, দুর্গাপুর/কলমাকান্দা প্রতিনিধি:

নেত্রকোনা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে প্রচারণায় নেমেছেন সুপ্রীম কোর্টের আইনজীবীগণ। শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলে পৌরশহরের বিভিন্ন এলাকায় এ প্রচারণা করা হয়।

প্রচারণা কালে এডভোকেট মো. কামাল হোসেন বলেন, আমরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, দলের সকল নেতাকর্মীরা মাঠ পর্যায়ে গিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। আপনাদের এই আসনে যিনি মনোনয়ন পেয়েছেন, তিনি নির্বাচিত হলে আপনাদের এলাকার উন্নয়ন হবে। এলাকার উন্নয়নের স্বার্থেই কায়সার কামাল নির্বাচিত করার জন্য আমরা আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আপনারা সকলেই ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করুন।

“আগামী জাতীয় নির্বাচনে ব্যক্তির পক্ষে নয়, ধানের শীষের পক্ষে সকল পর্যায়ের নেতাকর্মীদের একত্রিত হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে মাঠে কাজ করার জন্য আহবান জানান।

এ সময়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল জব্বার ভুইয়া, যুগ্নমহাসচিব মো. কামাল হোসেন ও শহীদুল ইসলাম, ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী, সহ:সম্পাদক সুজা উদ্দীন, নির্বাহী সদস্য আঞ্জুমানারা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!