Header Image

মার্কায় ভোট দিলেই যদি জান্নাতে যাওয়া যেতো, তাহলে সবাই জান্নাতে যেতো-মির্জা ফখরুল ইসলাম

 

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা ॥

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। একটি দল বলছে তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কোন মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেতো, তাহলে সবাই জান্নাতেই যেতো।

২৩জানুয়ারি শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও ১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে ধানের শীষে ভোট চাইতে গিয়ে তিনি এ কথা বলেছেন।

মির্জা ফখরুল বলেন, জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে। নামাজ রোজা রাখতে হবে। তাছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটি দল ভুল স্বপ্ন দেখাচ্ছে।

তিনি আরো বলেন, হাসিনা আপা তো পালিয়ে গেছেন। তার হাজার হাজার নেতা কর্মী সমর্থকদের বিপদে ফেলে পালিয়েছেন তিনি। আমরা তার রেখে যাওয়া সমর্থকদের জানাতে চাই যে আমরা আপনাদের পাশে আছি। যারা কোন অপরাধ করেননি, যারা নির্দোষ, তাদের আমরা কোন ক্ষতি হতে দেবো না।

দেশ পরিচালনার ব্যাপারে তিনি বলেন, অভিজ্ঞতা থেকে বলছি বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মত এখন আর কেউ নেই। আমরা ক্ষমতায় গিয়েছি, দেশ পরিচালনা করেছি । জামাতের ক্ষমতায় যাবার বা দেশ পরিচালনার কোন অভিজ্ঞতা নেই। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই একসাথে থাকতে চাই। আমাদেও বিভেদ করার কোন সুযোগ নেই।

এসময় তিনি বিএনপির বিভিন্ন উন্নায়ন তুলে ধরে ধানের শীষে ভোট চান এবং আগামীতে এলাকায় উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!