Header Image

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল

 

মোঃ ইয়াকুমুল ইসলাম 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ইসলামপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম প্রধান।

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুদ্দিন সুলাইমান, সাহিত্য সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখা ও সভাপতি, সরকারি আশেক মাহমুদ কলেজ ইসলামী ছাত্রশিবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহসান বারী আম্মার, সেক্রেটারি, ইসলামপুর উপজেলা ছাত্রশিবির।১১নং চরপুটি মারি ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান
এছাড়াও ইসলামপুর উপজেলা ও বিভিন্ন উপশাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ, সাথী, কর্মী ও সমর্থকবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় শিক্ষার্থীদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, মতপ্রকাশের স্বাধীনতা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অবিলম্বে শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা জরুরি।

বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!