Header Image

ধোবাউড়ায় উত্তম কৃষি চর্চা প্রশিক্ষণ

ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের ধোবাউড়ায় উত্তম কৃষি চর্চা ও উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধোবাউড়ার আয়োজনে পার্টনার প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ খামার বাড়ির উপ পরিচালক কৃষিবিদ মোঃ এনামুল হক। এসময় তিনি বলেন, উপজেলার কৃষক কৃষাণীদের উত্তম কৃষি চর্চা প্রশিক্ষণের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে। যাতে কৃষকরা ভোক্তার স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে গুণগত মানসম্মত নিরাপদ ফসল উৎপাদন করতে পারে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পরিচালক(শস্য)সাজ্জাদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা কামরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!