Header Image

ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান

 

কামরুজ্জামান (কামরুল) ,নীলফামারী প্রতিনিধিঃ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ডালিয়া ডিভিশনের আওতাধীন ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে বরাদ্দপ্রাপ্ত কাজগুলোর মধ্যে সাইফোন ও আউটলেট নির্মাণকাজের পরিমাণ বেশি, যা বর্তমানে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

বিভিন্ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করছেন পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর ঠিকাদারদের কাজের মান উন্নয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা হলে, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, ২০২৪-২৫ অর্থবছরের আওতায় আমাদের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে তিস্তা সেচ প্রকল্প ও সাইফোন নির্মাণকাজ উল্লেখযোগ্য। আমরা কাজগুলোর মান উন্নয়নে সঠিকভাবে তদারকি করছি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই সকল কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় সেচব্যবস্থা ও পানি ব্যবস্থাপনার উন্নয়ন ঘটবে, যা কৃষি উৎপাদন ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!