Header Image

ভালুকায় যুবলীগ–ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে হামলা ও চাঁদাবাজির অভিযোগ

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর, চাঁদাবাজি এবং অপপ্রচারের অভিযোগ তুলেছেন ধীতপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরমান মীর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভালুকার সিটি গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।

আরমান মীর অভিযোগ করে বলেন, তার এলাকার ছাত্রলীগ নেতা পলাশ মীর, যুবলীগ নেতা মীর ফাহাদ এবং তাদের পিতা আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন মীর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, জুয়া ও নানা অপকর্মের সঙ্গে জড়িত। সম্প্রতি উপজেলা যুবদলের এক প্রভাবশালী নেতার সহযোগিতায় তারা আবারও এসব কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও বলেন, গত ৭ সেপ্টেম্বর দুপুরে ধীতপুর বাজারে তার ব্যক্তিমালিকানাধীন অফিসে বসে থাকা অবস্থায় ছাত্রলীগ নেতা পলাশ ও যুবলীগ নেতা ফাহাদের নেতৃত্বে ১০–১২ জন সন্ত্রাসী তার সহকর্মী ওয়াছিকুল ইসলামের ওপর হামলা চালায়। বাধা দিলে তাকে গালাগাল করে অফিসে ভাঙচুর চালানো হয় এবং ক্যাশ থেকে টাকা লুট করে নেওয়া হয়। এ ঘটনায় আহত ওয়াছিকুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরমান মীর জানান, ঘটনার সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং থানায় অভিযোগ দিতে বলেন। তবে পরে প্রভাবশালী স্থানীয় যুবদল নেতার সহায়তায় হামলাকারীরা থানায় গিয়ে মামলা না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করে। পুরো ঘটনার প্রমাণ স্থানীয় সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত আছে বলেও দাবি করেন তিনি।

নিজেকে দীর্ঘদিনের যুবদল কর্মী পরিচয় দিয়ে আরমান মীর বলেন, তিনি রাজনীতির পাশাপাশি প্রায় ৮৬ একর জমিতে মাছ চাষ করে সফল ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। ব্যক্তিগত সাফল্য ও রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তার সুনাম নষ্ট করতে হামলা, হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!