Header Image

ইসলামপুরে জামায়াতের পথসভা অনুষ্ঠিত

মো: ইয়াকুমুল ইসলাম 

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রির সততা বাজার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলার উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিল হক ফারুকী। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা রাশেদুজ্জামান এবং সাধারণ সম্পাদক আবু মোছা।

এছাড়া ১১নং চরপুটিমারী ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক সাইদুর রহমান, বাইতুল মাল সম্পাদক মাওলানা সোলায়মান, ইউনিয়ন শিবির কর্মী নাজমুলসহ স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান এবং দেশের সামাজিক অবক্ষয় রোধে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

পথসভায় সভাপতিত্ব করেন মাওলানা আবদুল্লাহ এবং সঞ্চালনা করেন আব্দুর রহিম।
স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!