Header Image

ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ড. সামিউল হক ফারুকীর পথসভায়

 

মোঃ মনির হোসেন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. সামিউল হক ফারুকী।

শুক্রবার ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী পথসভা ও গণসংযোগ করেন। এসময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে বলেন, দেশে ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সৎ, আদর্শবান ও ইসলামপন্থী নেতৃত্বের বিকল্প নেই। জামায়াত সেই নেতৃত্ব দিতে প্রস্তুত।

পথসভায় ড. ফারুকী জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন এবং নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জামায়াতের আমীর রাশেদুজ্জামান, সেক্রেটারি আবু মোছাসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!