
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
কুড়িগ্রামে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় আল জামিয়াতুল ইসলামিয়া নূরুল উলুম মাদরাসা মাঠে কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়
দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প উপস্থিত ছিলেন ছিলেন কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, প্রফেসর মাহমুদুল হক সরকার, শরীফুল ইসলাম মন্ডল ও যাত্রাপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আইয়ুব আলী সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিলু হাসান মিলন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহেল রানা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এর ছোট ছেলে নাজমুস সায়াদাত তানজীল সিনিয়র যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর মেডিকেল কলেজ শাখা,ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ ক্যাম্পে ভিড় করেন নানা বয়সের নারী-পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধরা। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ও যাত্রাপুর ইউনিয়নের চরাঞ্চল থেকে হাজার হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও স্বাস্থ্যপরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুর দিকে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, মানুষের সেবা দেওয়া বিএনপির রাজনীতির অন্যতম ভিত্তি। বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্প মানবিক অঙ্গীকারের প্রতিফলন। চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবার অভাবের কথা তুলে ধরে তিনি জানান, বিএনপির ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কার কাঠামোর লক্ষ্য হলো সকলের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সুবিধাবঞ্চিত জনগণের কাছে সেবা পৌঁছানো
আমাদের রাজনৈতিক নীতির অংশ।তিনি আরও বলেন, কুড়িগ্রাম-২ আসনের মানুষ যদি আমাকে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেয়, আমার বাকি জীবনটা কুড়িগ্রামের জনগণের সেবক হিসেবে কাটিয়ে দিতে চাই, ইনশাআল্লাহ স্বাস্থ্যখাতের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। নাগরিকের স্বাস্থ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্যশিবির, উন্নত চিকিৎসাসেবা ও মোবাইল মেডিকেল ইউনিট চালু করার পরিকল্পনা রয়েছে। দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নকে কেন্দ্র করে কুড়িগ্রাম সহ নদী এলাকাগুলো কে আরো বাসযোগ্য করে গড়ে তুলতে চেয়েছেন,সহস্রাধিক রোগী ও চরবাসীরা জানান, দুরবর্তী এলাকায় চিকিৎসা পাওয়া তাদের জন্য খুবই কঠিন। বিনামূল্যে ওষুধ পাবার পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ তাদের অনেক উপকারে এসেছে,তারা এই ধরনের উদ্যোগ এই অবহেলিত চরবাসীদের জন্য নিয়মিত করার আহ্বান জানিয়েছেন।
