ময়মনসিংহ

মুজিববর্ষে পরিচ্ছন্ন,আলোকিত,সেবা,পরিবেশবান্ধব সিটি গড়তে সকলের সহযোগীতা চান মেয়র টিটু।।

  আরিফ রববানীঃ মুজিব বর্ষে পরিচ্ছন্ন, নিরাপদ আলোকিত ধূলিকণামুক্ত সেবা ও পরিবেশবান্ধব উন্নত নগরী গড়ার প্রত্যাশা ব্যক্ত করে ময়মনসিংহ সিটির সর্বস্তরের নাগরিকসহ সকল পেশাশ্রেণির মানুষের আন্তরিক সহযোগীতা প্রত্যাশা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) মেয়র ইকরামুল হক টিটু। মেয়র টিটু বলেন-ইতিমধ্যেই নগরীর টাউন হল মোড়ে কাউন্ট ডাউন ঘড়ি স্থাপন করা হয়েছে যা শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানটি সরাসরি বিশাল ডিসপ্লেতে প্রচার করা হবে । সকালে চেতনা অম্লাণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপণ, বাদ জুম্মা মসজিদে মসজিদে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত, বিকেলে টাউন হল মোড়ে সমাবেশসহ অন্যান্য কর্মসূচীর পালনের কথা তুলে ধরেন। উক্ত অনুষ্ঠাগুলোতে স্বতঃষ্ফূর্ত অংশ গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। মসিক

ময়মনসিংহে বাবুর সংবর্ধনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা নয়নের নেতৃত্বে বিশাল মিছিল।

  আরিফ রববানীঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক,ত্রিশালের তারুণ্যের অহংকার সাবেক রাজপথ কাঁপানো ছাত্রনেতা ইব্রাহিম খলিল নয়নের নেতৃত্বে বিশাল লোকসমাগমের মাধ্যমে আফজালুর রহমান বাবুর সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করে ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলার সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা। ময়মনসিংহের কৃতি সন্তান সাবেক সফল ছাত্রনেতা আওয়ামী লীগের দুঃসময়ের রাজপথ কাপাঁনো নেতা আফজালুর রহমান বাবু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ার আনন্দে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত ময়মনসিংহ। প্রিয় এই নেতাকে সংবর্ধনা দিয়েছেন ময়মনসিংহবাসী। ৮ই জানুয়ারী টাউনহল ময়দানে আফজালুর রহমান বাবুর বিশাল সংবর্ধনার আয়োজন করে ময়মনসিংহ জেলা ওমহানগর আওয়ামীলীগ। উক্ত সংবর্ধনাকে সফল করার লক্ষে ত্রিশাল উপজেলা আওয়ামী

প্রান্তিক পর্যায়ে সেবা দিতে সাদিকার নিরলস পরিশ্রম

  ময়মনসিংহ সদর উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে গোপাল নগর কমিউনিটি ক্লিনিক। সেখানে চিকিৎসাসেবা দিচ্ছেন সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা। কয়েক বছর আগেও এলাকার লোকজনকে চিকিৎসাসেবা নিতে উপজেলা সদর কিংবা জেলা সদরে আসতে হতো। কমিউনিটি ক্লিনিকের কল্যাণে এখন বাড়ির পাশেই চিকিৎসাসেবা পাচ্ছেন তারা। ময়মনসিংহে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকরী ভূমিকা পালন করছে জেলার কমিউনিটি ক্লিনিকগুলো। এসব ক্লিনিকে প্রতি মাসে প্রায় ১ লাখ মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে। এসব ক্লিনিকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ৩২ ধরনের ওষুধ দেওয়া হচ্ছে। সদর উপজেলার গোপালনগরের বাসিন্দা রোকেয়া ও শাহনাজ বেগম বলেন, ‘আগে আমাদের সামান্য জর হলে হাতুড়ে ডাক্তার বা সদর হাসপাতালে যেতে হতো টাকা ও সময় ব্যয় করে। কমিউনিটি ক্লিনিক থাকায় আমরা সহজেই সেখান থেকে চিকিৎসাসেবা ও ওষুধ পাচ্ছি।’ শুধু ময়মনসিয়হে নয়, দেশের প্রত্যন্ত অঞ্চ

ময়মনসিংহে ৮,৯৩,৬৮৩ জন শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

  ষ্টাফ রিপোর্টারঃ জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন আগামী ১১ জানুয়ারি ২০২০. ইং তারিখে উদযাপিত হবে। এই দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন সফল করতে ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ এ.বি.এম মসিউল আলম এর সভাপতিেত্বে সিভিল সার্জন কনফারেন্স হলে ৭ জানুয়ারী মঙ্গলবার সকালে সাংবাদিকদের সাথে অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয় । জেলা ই.পি.আই সুপার মোঃ এমদাদুল হকের সঞ্চালনায় ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে দিবসটির উপর বিস্তারিত বক্তব্য রাখেন ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের বিভাগীয় সহকারী পরিচালক ডাঃ মোঃ কামাল উদ্দিন । সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন ও অমিত রায়সহ ময়মনসিংহে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন । উল্লেখ্য - জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে আগামী ১১ই জানুয়ার

ধানভর্তি ট্র্রাকসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ

আনোয়ার হোসেন তরফদারঃ   ময়মনসিংহের ভালুকায় চলতি আমন মওসুমে অবৈধভাবে সরকারী দামে ধান দিতে গিয়ে ধানভর্তি ট্র্রাকসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্যগোদামে। উপজেলা গোদাম কর্মকর্তা সূত্রে জানা যায়, চলতি আমন মওসুমে ভালুকায় ধান সংগ্রহে চাহিদা দেয়া হয়েছে এক হাজার ৯৯১ মেট্রিকটন। গত ডিসেম্বর মাসের ১০ তারিখে তা উদ্বোধন করা হয় এবং ফেব্রুয়ারী মাসব্যাপী সংগ্রহের কথা রয়েছে। এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ২২৯ মেট্রিকটন। মঙ্গলবার সকালে নিবাহী কর্মকর্তা মাসুদ কামাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধান নামানোর প্রস্তুতিকালে ৬ মেট্রিকটন ধানভর্তি একটি ট্রাক জব্দ করেন এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে সাখাওয়াত হোসেন ও রাকিবুল হাসান নামে উপজেলার মেদুয়ারী গ্রামের দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জানা যায়, উপজেলার মেদুয়ারী ব্লকে ধান সরবরাহে

ত্রিশালে ৩শতাধিক মুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ মাসুদ মিয়াঃ মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশালে জেলা মুক্তিযোদ্ধা পুর্নবাসন সংস্থার উদ্যোগে ৩শতাধিক মুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ লক্ষে উপজেলা পরিষদ স্টাফ কোয়ার্টার মাঠে আয়োতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর আফসার বাহিনীর প্রথম যুদ্ধকালীন কমান্ডার চাঁন মিয়া। জেলা মুক্তিযোদ্ধা পুর্নবাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিশাল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ মান্নান, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, হুরমুছ আলী, ফজলুল কবীর চৌধুরী, ইব্রাহিম খান প্রমুখ। এ ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা পুর্নবাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন জানান, প্রতিবছরই ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন দানবীরদের কাছ থেকে সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

গৌরীপুরে অচিন্তপুর ইউপি চেয়ারম্যান শহীদ গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরের অচিন্তপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম অন্তরকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।  তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তার কাছে চাঁদাবাজি ও সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে দুটি মামলা রয়েছে।মঙ্গলবার দুপুরে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার রাতে ইউপি চেয়ারম্যান শহীদকে ময়মনসিংহ জেলা শহর থেকে গ্রেফতার করা হয়।  তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তার কাছে চাঁদাবাজি ও সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে দুটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। গৌরীপুর থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২ মার্চ তৎকালীন গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানায় চাঁদা

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রাস্তা উন্নয়ন কাজের পরিদর্শন ও উদ্ভোধন করলেন মেয়র টিটু।

  আরিফ রববানীঃ   ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়নের ম্যাজিকম্যান জনপ্রিয় মেয়র ও তরুণ রাজনীতিবিধ ইকরামুল হক টিটুর মেধায় ও পরিশ্রমে উন্নয়নের ছোঁয়ায় নতুন রুপে সাজঁতে শুরু করেছে ময়মনসিংহ পৌরসভা। উন্নয়নের ধারাবাহিকতায় ৫ই জানুয়ারী রবিবার বিকালে সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার রেলক্রসিং সংলগ্ন রাস্তা ও সাতটি বর্জ্য নিষ্কাশনের টলি ও লিচু বাগান এলাকায় রাস্তা নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধমে এ রাস্তার কাজের উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু। পরে এ উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশের আয়োজন করা হলে মেয়র ইকরামুল হক টিটু বলেন- বর্তমান সরকার বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে ইতোমধ্যেই সব ধরনের ব্যবস্থা নিয়েছে। সেসব উন্নয়ন বরাদ্দের অংশ দিয়েই নগরীকে দৃশ্যমান ও জনগণের বসবাস যোগ্য এলাকা হিসাবে গড়ার লক্ষে বিভিন্ন উন্নয়ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছ

ত্রিশালে জুতা পায়ে শহীদ মিনারে প্রধান শিক্ষক। বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র নিন্দা।

  ষ্টাফ রিপোর্টারঃ দিবস আসলেই কদর ভারে শহীদ মিনারের। ফুলে-ফুলে সজ্জিত হয় মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা ও সম্মান জানানোর এই মহান শহীদ মিনার। তাছাড়া কখনো এর সম্মান দিতে জানেনা বাঙ্গালী জাতি। জুতা পায়ে উঠে তাকে প্রায়ই অসম্মান করা হয় গুরুত্বপূর্ণ সম্মানজনক এই মিনারটি। এরুপ ঘটনা প্রায়ই ঘটছে। তবে এর কোন শাস্তি না হওয়ায় শহীদ মিনারের সম্মান ও মর্ম বুঝতে চেষ্টাও করেনা কেউ। সম্পতি ৬ই জানুয়াী সোমবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়ে জুতা পায়ে শহীদ মিনারে অবস্থারত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। এনিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার দেখা দিয়েছে। শিক্ষার্থীরা জুতা খুলে খালি পায়ে শহীদ মিনারে উঠে দাড়িয়ে অবস্থান করলেও তাদের জুতা শহীদ মিনারের উপরেই রাখা ছিল। সামাজিক যোগাযোগ

গৌরীপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুরঃ ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই আবুল কাসেম (৫০)কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই চানফর আলীর বিরুদ্ধে। শনিবার ভোর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবুল কাসেম উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পূর্বমনাটি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। নিহত আবুল কাসেমের স্ত্রী মমতা বেগম জানান, তার ভাসুর চানফর আলীর সঙ্গে বলবিলা বিল নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। তার স্বামী আবুল কাসেম ওই বিলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার এশার নামাজের পর পরিকল্পিতভাবে চানফর আলী ও তার ছেলে-মেয়ে, স্বজনরা একসঙ্গে হামলা চালায়। পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। কুপিয়ে শরীর ক্ষত-বিক্ষত করে ফেলেছে। আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরই তার স্বামী মারা যায়। গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, ভাইয়ে ভাইয়ে
error: Content is protected !!