মুজিববর্ষে পরিচ্ছন্ন,আলোকিত,সেবা,পরিবেশবান্ধব সিটি গড়তে সকলের সহযোগীতা চান মেয়র টিটু।।
আরিফ রববানীঃ
মুজিব বর্ষে পরিচ্ছন্ন, নিরাপদ আলোকিত ধূলিকণামুক্ত সেবা ও পরিবেশবান্ধব উন্নত নগরী গড়ার প্রত্যাশা ব্যক্ত করে ময়মনসিংহ সিটির সর্বস্তরের নাগরিকসহ সকল পেশাশ্রেণির মানুষের আন্তরিক সহযোগীতা প্রত্যাশা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) মেয়র ইকরামুল হক টিটু।
মেয়র টিটু বলেন-ইতিমধ্যেই নগরীর টাউন হল মোড়ে কাউন্ট ডাউন ঘড়ি স্থাপন করা হয়েছে যা শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানটি সরাসরি বিশাল ডিসপ্লেতে প্রচার করা হবে । সকালে চেতনা অম্লাণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপণ, বাদ জুম্মা মসজিদে মসজিদে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত, বিকেলে টাউন হল মোড়ে সমাবেশসহ অন্যান্য কর্মসূচীর পালনের কথা তুলে ধরেন। উক্ত অনুষ্ঠাগুলোতে স্বতঃষ্ফূর্ত অংশ গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
মসিক