কালাদহ কাবিটা কর্মসূচির অর্থ লেভাজধারি ইউপি সদস্যের আত্মসাৎ করার অভিযোগ
সাইফুল ইসলাম তরফদারঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া কালাদহ ইউনিয়নের শিবরামপুর পশ্চিম পাড়া লেভাজধারি মোঃ মোতালেব মেম্বার কাবিটা কর্মসূচির ২,১১,৮০০/ টাকার আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, কর্মসূচিটি সুশীল মাষ্টার বাড়ি হইতে বীর মুক্তিযোদ্ধা আঃ খালেকের বাড়ি হইয়ে নূর মোহাম্মদ বিএসসি বাড়ি পর্যন্ত বালি-মাটি দিয়ে গর্ত ও নিচু জায়গায় দিয়ে জনদূর্ভোগ লাঘব করতে হবে। কিন্তু বাস্তবে কর্মসূচির টাকা উত্তোলন করে ২ লড়ি ট্রাক বালি দেওয়া হয়েছে বলে এলাকাবাসী জানায়।এতে এলাকাবাসীর লেভাজধারি ইউপি সদস্যের বিরুদ্ধে চরম ক্ষোভ বিরাজ করছে।
আরো গর্ত ও রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে এবং জন দুর্ভোগ বাড়ছে। এযাবৎ অত্র ওয়ার্ডে কোন উন্নয়ন মুলক কাজ করেনি। শুধুমাত্র কাবিটা না আরও অনেক বিভিন্ন ধরনের প্রকল্প দিয়ে এলাকায় সে গুলো কাজ না করে আত্মসাত করেছেএলাকাবাসী জানান।
আরো ও জানা যায়,অত্র ওয়ার্ডে মুক