Header Image

রওশন এরশাদের রোগমুক্তি কামনায় জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির আশু রোগমুক্তি কামনায় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক, জনপ্রতিনিধি,শিল্প সাহিত্য ও গুনীজনদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল করেছে জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (২৮শে এপ্রিল)বিকাল ৫.৩০মিনিটে স্থানীয় জোবেেদা কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ময়মনসিংহ জেলা, মহানগর ও সদর উপজেলার বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপির সভাপতিত্বে ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগর শাখার সভাপতি জাহাঙ্গীর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও ইফতারের পুর্বে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এড.জহিরুল হক খোকা,জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউছুফ খান পাঠান, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডাঃ কে আর ইসলাম,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন মহাসচিব ও সাবেক এমপি সালাহউদ্দিন মুক্তি,জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আবু মোঃ মুসা সরকার প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কাঠাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম খোকন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম তপন, লাল মিয়া লাল্টু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শহিদ আমিনী রুমি,মহানগর জাতীয় পার্টি সহ সভাপতি আফজাল হোসেন হারুন যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন বিল্লাল,যুগ্ম সাংগনিক সম্পাদক মাহবুব আলম টিটু, বদরুজ্জামান সবুজ,জেলা জাপার যুগ্ন ছাত্র বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবুল্লাহ,সাবেক দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সরকার, মহানগর জাতীয় পার্টি সন্পদক মন্ডলীর সদস্য রুকুনুজ্জামান জুয়েল ফরিদ হোসেন মমিনুল ইসলাম মানিক, কোরবান,জুয়েল মিয়া, মিন্টু ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক প্রিন্স দুলাল,সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বাচ্চু,জাতীয় তরুণ পার্টির আহবায়ক কাউসার আহমেদ,
প্রমূখ নেতৃবৃন্দ।

পরে ইফতারের পুর্বে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির আশু রোগমুক্তি কামনা করা সহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!