Header Image

চিত্র নায়িকা আন্না’র জন্মদিনে শুভেচ্ছা

 

বিনোদন প্রতিবেদকঃ

নাহিদা আশরাফ আন্না হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী, নৃত্যশিল্পী, প্রযোজক ও সফল ব্যবসায়ী। তিনি ২০০৬ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় রানার্সআপ হন।

এরপর ২০০৭ সালে শাকিব খান অভিনীত এফআই মানিকের মায়ের হাতে বেহেস্তের চাবি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে তার। এরপর তিনি প্রায় অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে পিতা মাতার আমানত, মা বাবার সন্তান, জীবন যুদ্ধ, সমাধি, মনের ঘরে বসত করে, সন্তান আমার অহংকার, পাঁচ টাকার প্রেম, স্বামী হারা সুন্দরী, তুমি আমার স্বামী, বাজাও বিয়ের বাজনা ইত্যাদি।

এছাড়াও বউ বাড়ী ও জামাই সাহেব নামে দুটি নাটকও প্রযোজনা করেছেন তিনি।

 

ছায়ানট থেকে ক্ল্যাসিক্যাল নৃত্যের উপর প্রশিক্ষণও গ্রহণ করেন তিনি। আন্না ২০১৬ সালের ১ জানুয়ারি সাগর সিদ্দিকী নামে একজন আইনজীবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আন্না অভিনীত অন্যান্য চলচ্চিত্র গুলো হল…
বিদ্রোহী পদ্মা (শিশুশিল্পী)
মালা তুমি কার (শিশুশিল্পী)
প্রেম পিয়াসী (শিশুশিল্পী)
মায়ের হাতে বেহেস্তের চাবি (২০০৭), পিতা মাতার আমানত (২০০৮),সন্তান আমার অহংকার (২০০৮), মনের ঘরে বসত করে (২০১০), বাজাও বিয়ের বাজনা (২০১০), অল্প অল্প প্রেমের গল্প (২০১৪)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!