“পাকিস্তান ভারতের জায়গায় আয়োজন করতে চায় বাংলাদেশের ম্যাচ”
নিরাপত্তা ইস্যুতে ভারতের ভেন্যু অনিশ্চিত, আইসিসির সিদ্ধান্তের অপেক্ষা
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এর আগে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। বিসিসিআইয়ের নির্দেশনার পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ফ্র্যাঞ্চাইজিটি এই সিদ্ধান্ত নেয়।
এই ঘটনার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন







