Header Image

গোপালগঞ্জে জেলা প্রশাসনের সব অফিস ২ ঘণ্টা কর্মচারী বিহীন

গোপালগঞ্জ : পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতি করার
দাবিতে কর্ম বিরতি পালন করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন অধীনস্থ তৃতীয়
শ্রেণির সকল কর্মচারীরা। সোমবার সকাল ৯টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের
কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। পরে তারা সকল কাজ বন্ধ রেখে বেলা ১১টা
পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি পালন করে।
গোপালগঞ্জ জেলা সদরসহ পাঁচ উপজেলার জেলা প্রশাসনের অধীনস্থ সকল
অফিসে একযোগে ওই কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি চলাকালে
বাংলাদেশ কালেক্টরট সহকারী সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান,
গোপালগঞ্জ কালেক্টরট সহকারী মো: নুর ইসলাম খান, মো: কামরুজ্জামান,
নাহিদা বেগম, জেসমিন সুলতানা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতি করনের দাবি জানিয়ে
বলেন, আগামীকাল সোমবার ও মঙ্গলবারও কর্মবিরতি পালন করা হবে। কর্মবিরতি
চলাকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের জেলা ও উপজেলা পর্যায়ের সকল অফিসে
কর্মকর্তা ছাড়া কোন কর্মচারীই অফিসে ছিলেন না। এ দুই ঘন্টা কোন
কাজ হয়নি বিভিন্ন দপ্তরে। একাকী সময় কেটেছে অফিস প্রধানদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!