Header Image

আশুলিয়ায় চাঁদা না পেয়ে ড্রেনের কাজ বন্ধ করে দিলো র্দুবৃত্তরা এলাকাবাসীর অভিযোগ।

মৃদুল ধর ভাবন,আশুলিয়া প্রতিনিধিঃ
৩ লাখ টাকা চাঁদা না দিতে অপারোগতা প্রকাশ করায় নবীনগর চন্ডা মহাসড়কের পাশ্বে
আশুলিয়ার শ্রীপুর এলাকায় র্নিমাণাধীন ড্রেন এর কাজ বন্ধ করে দিয়েছে র্দুবৃত্তরা
।এলাকাবাসীর দাবি চাঁদার টাকা না পেয়ে গতকাল সন্ধ্যায় ২০ থেকে ২৫ জন র্দুবত্তরা গিয়ে র্নিমাণধীন ড্রেনের কাজ বন্ধ করে দেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৩১ মে র্নিমাণ কাজের উদ্বোধন করেন আশুলিয়ার কন্ডা নিবাসী বিশিষ্ট্য সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ মজিবর রহমান র্নিমাণকাজের জন্য বরাদ্দ দেন ৬ লাখ টাকা।  মজিবর রহমান  এস .এফ টিভিকে জানান আমার নিজস্ব
র্অথায়ানে র্নিমাণধীন ড্রেনের কাজ উদ্বোধন করি।’ তিনি বলেন করোনার প্রার্দুভাবের
মহামারী পরিস্থিতিতে একটা অস্বাস্থ্যকর পরিবেশ সারাদেশে। এমনই সময় শ্রীপুর বাস
স্ট্যান্ড সংলগ্ন জলাবদ্ধতার কারণে পচা র্দুগন্ধে জনগণের চলাচলে ব্যাপক স্বাস্থ্যহানি
ঘটছে বলে মনে করি।ধামসোনার ইউনিয়নের বিভিন এলাকায় নোংড়া পানীতে ভেসে যাচ্ছে শত শত বাড়ী ঘর । র্কমহীন হয়ে পড়া মানুষের সহযোগিতা করার পাশাপাশি নিজস্ব উদ্যোগে
পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন বলে জানান ।
হুমকির পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সবুজ নামের এক শ্রমিক বলেন, ‘সকাল থেকে কাজ করছিলাম। হুমকি দিয়ে কাজ বন্ধ করে চলে যান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!