Header Image

ময়মনসিংহে ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্প-২ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর সচিব।।

 

আরিফ রববানী,(ময়মনসিংহ)

“আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার”
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ সদর উপজেলার গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। জানুয়ারীর প্রথম দিকেই ঘর বুঝে পেতে পারেন ময়মনসিংহ সদরের গৃহহীণ অসহায়রা। ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২১০জন ভূমিহীন ভুক্তভোগী পাবেন সরকারী এসব ঘর। নির্মান কাজ চলছে দ্রুত গতিতে,তাই সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজের গুনগত মান ঠিক রেখে ঘরের কাজ সম্পন্ন করতে কাজের গুনগত মান তদারকি করতে নির্মাণ কাজের পরিদর্শন করছেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব, আশ্রয়ন প্রকল্প-২ প্রকল্পের পরিচালক মোঃ আল মামুন মুর্শেদ।

২১শে ডিসেম্বর সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড সুতিয়াখালীতে মুজিব শতবর্ষে “ক”শ্রেণির গৃহহীন ও ভূমিহীনদের জন্য বরাদ্ধকৃত গৃহ নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আল মামুন মুর্শেদ।এসময় তার সাথে ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ বীর মুক্তিযোদ্ধা গাজী রজব আলী ও স্থানীয় রাজনৈতিক সামাজিক এবং বিভিন্ন পেশাশ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসময় উপকারভোগীগণ প্রধান মন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব,আশ্রয়ান প্রকল্প-২ প্রকল্প পরিচালক মোঃ আল মামুন মুর্শেদ এর সাথে কুশলাদি বিনিময়কালে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র ভূক্তভোগীরা। তারা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও মংগল কামনা করেন।

এর আগে সোমবার দুপুরে ভালুকা উপজেলার ১৯৯টি সরকারী গৃহ, আশ্রয়ান প্রকল্প-২ এর নির্মানাধীন কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব, আশ্রয়ান প্রকল্প-২ প্রকল্প পরিচালক মোঃ আল মামুন মুর্শেদ।এসময় উপস্থিত ছিলেন ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু ,জেলা প্রশাসক মিজানুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,উপজেলা ভূমি কর্মকর্তা মাইন উদ্দিন,উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ,মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসাইন প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ইউপি সদস্যরা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!