Header Image

ময়মনসিংহে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।।

 

ময়মনসিংহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকালে সুর্যদয়ের সাথে সাথে (রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধেপুষ্পস্তবক অর্পন করার পর) স্বাধীনতার সবুর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ বার তোপধ্বণীর মাধ্যমে দিবসটি সুচনা করা হয়। পরে পাটগুদাম স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সবার আগে সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি শ্রদ্ধা নিবেদন করেন। পরে কমিশনার কার্যালয়ের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি ও ডিআইজি কার্যালয়ের পে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, সিটি কপোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানের এবং মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে জেলা প্রশাসকের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন । পরে পর্যায়ক্রমে আওয়ামীলীগসহ অন্যান্য সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে সার্কিট হাউজ সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এসামূল হক ও পুলিশ সুপার আহমার উজ্জামান। পরে করোনার জন্য সংক্ষিপ্ত আকারে প্যারেড অনুষ্ঠিত হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা, জেলা প্রশাসনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা এবং পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজত ও প্রার্থনা করা হয়। বিকালে প্রীতি ফুটবল ম্যাচ এবং শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!