Header Image

ভাবখালী বাজার বণিক সমিতির নব-নির্বাচিত কার্যকারী পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহণ।।

 

আরিফ রববানী, ময়মনসিংহ। 

ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের ভাবখালী পুরাতন বাজার বণিক সমিতির উদ্দ্যেগ্যে নব-নির্বাচিত কার্যকারী পারিষদের শপথ গ্রহণ অনুষ্টিত হয়েছে।শুক্রবার ৩০ শে এপ্রিল বাদ মাগরিব ভাবখালী বাজারের সবজী মহালে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহবায়ক ও ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলীর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সদস্য ও সাবেক ছাত্রনেতা সাংবাদিক আরিফ রববানীর সঞ্চালনায় শপথ অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন নির্বাচন কমিশনার হাফেজ হাবিবউল্লাহ।

ভাবখালী বাজার বণিক সমিতির নব-নির্বাচিত কার্যকারী পারিষদের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব গোলাম মোস্তফা সরকার ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহবায়ক সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী। শপথ গ্রহণকারী নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন, সভাপতি মো: শহিদুল ইসলাম , সহ সভাপতি, আব্দুল আজিজ, হাতেম আলী,সাধারন সম্পাদক আনোয়ারুল করিম সোহাগ,যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মিয়া, সাংগঠনিক সম্পাদ বাবুল মিয়া,কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বাবুল,দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ,প্রচার সম্পাদক লিটন মিয়া,সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, সমাজ কল্যাণ সম্পাদক আজিজুল হক,ধর্ম বিষয়ক সম্পাদক রুবেল মিয়া, সম্মানিত সদস্য– সিরাজুল ইসলাম,দুলাল মিয়া,হাবিবুর রহমান হবি,আব্দুস সামাদ,রিয়াজ উদ্দিন,খলিলুর রহমান,মনিরুজ্জামান মনির।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, আব্দুল বারী,তোতা মিয়া,সমাজ সেবক মকবুল হোসেন,শাহিনুর রহমান সোহেল,আলী আহমেদ,প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব গোলাম মোস্তফা সরকার নির্বাচন কমিশনার হাফেজ হাবিবুল্লাহ,ডাঃ বাবুল আক্তার,ডাঃ সোহরাব উদ্দীন, আলহাজ্ব ডাঃ হেলাল উদ্দিন,আলহাজ্ব আবুল কাশেম মাষ্টার ও নির্বাচন কমিশন সচিব আব্দুল মোতালেব বাবুল প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ শেষে নব নির্বাচিত সকল নেতৃবৃন্দের সবাইকে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জানানোসহ তাদের হাতে দায়িত্ব অর্পণ করা হয় এবং করোনার এই ক্রান্তিলগ্নে লকডাউনের মাঝেও সুন্দর একটি নির্বাচন উপহার দেয়ায় সমিতির নির্বাচিত কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটি ও নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!