আনোয়ার হোসেন তরফদারঃ
ময়মনসিংহের, ত্রিশাল উপজেলার, আমিরাবাড়ি ইউনিয়নের বগার বাজার চৌরাস্তা থেকে ৫০ কেজি গাঁজা ২ টি বাটন ফোন ও মাদক বিক্রির নগদ ২৬,০০০ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৪, সিপিসি – ৩ ভৈরব ক্যাম্প কিশোরগন্জ এর একটি আভিযানিক দল । রবিবার ৫ জুন ১১.১০ মিনিটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার জয়পুর মধ্য পাড়া গ্রামের মোজাম সরকারের ছেলে আনোয়ার সরকার।
র্যাব ১৪ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক কোম্পানি অধিনায়ক ভৈরবক্যাম্প, রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের, পি পিএম, প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে আটক করি । সে দীর্ঘদিন ধরে জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে নিজের হেফাজতে রেখে বিভিন্ন স্থানে বিক্রি করে।
তিনি আরও বলেন, উদ্ধার কৃত মাদক দ্রব্য এবং গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থাগ্রহন করা হয়েছে।