Header Image

বসুন্ধরা গ্রুপের পাঠানো ত্রান সমগ্রী সঠিক ভাবে বিতরণ করছেন জেলা পুলিশ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।

সিলেটের পুলিশ সুপার মাহাম্মদ ফরিদ উদ্দিন পি পি এম আজ বুধবার সিলেটের গায়াইনঘাট উপজলার জাফলংয়ে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ধাপের এই ত্রাণ বিতরণ উদ্বোধন করেন। এর আগে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য আরও ৭ হাজার প্যাকেট ত্রাণ পাঠায় বসুন্ধরা গ্রুপ।

বুধবার বিকেলে সিলট’র পুলিশ সুপার মাহাম্মদ ফরিদ উদ্দিন নিজ হাতে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের হাজী সাহরাব আলী স্কুল এন্ড কলেজে’র হল রুমে বসুন্ধরা গ্রুপের দেওয়া ২শত৫০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করেন। অসহায় লোকজনের হাতে ত্রাণের প্যাকেট তুলে দিয়ে তিনি দেশের সর্ববৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরার জন্য দোয়া করতে বলেন।

বসুন্ধরা গ্রুপের এই মানবিক কার্যক্রমের প্রশংসা করে পুলিশ সুপার মাহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘বসুন্ধরা গ্রুপ হচ্ছে দেশ ও অসহায় মানুষের কল্যান। অকাল বন্যায় সিলেটের অসহায় মানুষর পাশে দাঁড়িয় বসুন্ধরা গ্রুপ যথার্থতা মহৎ মানবিক কাজের প্রমাণ করেছে। এভাবে দেশের সকল শিল্প গ্রুপ এগিয় আসলে দুর্যোগ-দুর্বিপাক অসহায় মানুষের কষ্ট অনেকটা লাঘব হতো।

তিনি বলেন ২০০৪ সালের পর সিলেটের মানুষ এত ভয়াবহ বন্যার মুখামুখি হতে হয়নি। বন্যার পানি নামলেও এর ক্ষতি রয়ে গেছে ভয়াবহতা । একদিকে ক্ষতিগ্রস্থ অসহায় লোকজনদের ঘরবাড়ি মেরামতের সংগ্রাম করতে হচ্ছে, অন্যদিকে দুবেলা দুমুঠো খাবার নিয়ে চিন্তা করতে হচ্ছে। এই অবস্থায় বসুন্ধরা গ্রুপ তাদের ত্রাণ দিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর কাজ চালিয় যাচ্ছে । যা প্রশংসার দাবি রাখে।

ত্রাণ বিতরণকাল আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান, গায়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, জেলা গোয়েন্দা পুলিশর পরিদর্শক ইখতিয়ার উদ্দিন, গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম,উপস্থিত ছিলেন বাংলাদশ প্রতিদিন সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নুবেল, বাংলানিউজের সিনিয়র করসপেন্ডট নাসির উদ্দিন, নিউজ টোয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক সৈয়দ রাসেল, বিশিষ্ট ব্যাবশায়ী জাকির হোসেন খান, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোঃ সরোয়ারদী সহ আরো বিভিন্ন রাজনৈতিকও সরকারি নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!