Header Image

ময়মনসিংহে রওশন এরশাদের পক্ষে পুজা মন্ডপ পরিদর্শন ও অনুদানের নগদ অর্থ বিতরণ

 

আরিফ রববানী ময়মনসিংহ।।

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা,ময়মনসিংহ সদর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহের মানবিক নেত্রী বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে পূজা মন্ডপ পরিদর্শন করে মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে বেগম রওশন এরশাদ এমপির অনুদান তুলে দিয়েছেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ কে, আর, ইসলাম, সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

মঙ্গলবার (৪অক্টোবর) জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির নির্দেশনা মোতাবেক পুজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নগরীর বিভিন্ন পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা,মহানগর, উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা। পূজা মন্ডপ পরিদর্শন শেষে তারা সদরের সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদানের নগদ অর্থ তুলে দেন।

এ সময় মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ কে, আর, ইসলাম, সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বর্তমানে সরকারের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি ধর্মের বৈষম্য দূর করে সাম্য ও ভ্রাতৃত্ব নির্ভর দেশ গঠনে আন্তরিক। সেই লক্ষেই তিনি কাজ করে যাচ্ছেন,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ধর্মীয় সহিষ্ণুতার বার্তার মাধ্যমে সুখী ও সমৃদ্ধশালী দেশ গঠনে জাতীয় পার্টি বদ্ধপরিকর।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সে কারণে সবাইকে বেগম রওশন এরশাদের হাত কে শক্তিশালী করতে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম জানান- বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব শুভেচ্ছা উপহার হিসাবে এসব অনুদানের নগদ অর্থ মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়েছে। যারা এখনো পায়নি তাদেরকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা উপজেলা প্রশাসন থেকে বরাদ্দকৃত অর্থ সংগ্রহ করার জন্য মন্ডপ কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তিনি।

নেতৃবৃন্দ এসময় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির সুস্থতা ও সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।

এসময় মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সদস্য মো. আব্বাস আলী তালুকদার, মাহাবুবুল আলম ভূঁইয়া, মির্জা আবু নাজির শামীম, মো. শহিদ আমিন রুমি, দেলোয়ার হোসেন কামাল চেয়ারম্যান,লাল মিয়া লাল্টু মো. আব্দুস সাত্তার সবুজ, ওয়াহিদুজ্জামান আরজু,মমিন রুবেল,
মো. আফজাল হোসেন হারুন, মো. শাহজাহান, মো. ছাব্বির হোসেন বিল্লাল, মো. হাজী হারুন,
জালাল উদ্দিন,মো. , মো. আবু বকর সিদ্দিকী, মো. ফজলুল হক, মো. শরীফ খান পাঠান মিল্টন, মো. মোশারফ হোসেন (শ্রমিক) মো. লিয়াকত হোসেন মেম্বার, প্রিন্স মো. দুলাল, শ্রী চন্দন পাল, মো. কাউসার আহমেদ, মো. সাইফুল ইসলাম সরকার, লিটন মিয়া,জামাল হোসেন,রফিকিল ইসলাম রফিক,রনি সহ জেলা, মহানগর, সদর উপজেলা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!