Header Image

জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী খোরশেদ আলম ভিপি

 

তৌকির আহাম্মেদ হাসু:

জামালপুর জেলা পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ড সরিষাবাড়ীর নির্বাচনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভোট গননা শেষে প্রিজাইডিং অফিসার মাজেদুর রহমান ভোটের ফলাফল ঘোষনা করেন। ভোট গননায় ৬ নং ওয়ার্ড সরিষাবাড়ীর নির্বাচনে মোহাম্মদ খোরশেদ আলম (উট পাখি) ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আব্দুল গনি (তালা)-৪৩ভোট,অপর প্রার্থী-খাদেমুল ইসলাম(অটো রিক্রা)-০২ভোট,মিজানুর রহমান-(হাতি) প্রতিক-০ ভোট পেয়েছেন।সংরক্ষিত-৩ মহিলা আসন (জামালপুর ও সরিষাবাড়ী) ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

৬ নং ওয়ার্ডের সরিষাবাড়ী উপজেলার ভোটার সংখ্যা ১২০ জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট গণনায় আছিয়া বেগম-(দোয়াত কলম)-০১ ভোট,এস এম শেফালী আক্তার(টেবিল ঘডি-০৫ ভোট,কামরুন নাহার কাজল( বই) ০৩ ভোট, ফেরদৌসী বেগম( হরিণ) ৩৪ ভোট,ফারহানা আক্তার( মাইক)-৩৩ ভোট, মাহমুদা খাতুন শিখা(ফুটবল) ৪৪ ভোট পেয়েছেন।

প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা ও সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীরের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তায় ভোট গ্রহন সম্পন্ন করায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন সরিষাবাড়ী বাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!