Header Image

ময়মনসিংহে ১৬হাজার ৩৫৯ কেজি চিনি জব্দ, বিক্রি হবে ন্যায্য মূল্যে 

 

সাইফুল ইসলাম তরফদারঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবৈধভাবে মজুদ করায় ১৬ হাজার ৩৫০ কেজি চিনি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এই ঘটনায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৬ অক্টোবর) পৌর শহরের মরিচ মহালের ব্যবসায়ী নুরে আলম সিদ্দিক মিয়ার গোদাম থেকে ৩২৭ বস্তা চিনি জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম।

উপজেলার চৌকস নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, অবৈধ ভাবে ৩২৭ বস্তা সাদা চিনি গুদামে মজুদ রাখা হয়েছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে চিনি জব্দ করা হয়েছে। অবৈধভাবে চিনি মজুদ করায় ব্যবসায়ী নুরে আলম সিদ্দিক মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত অবৈধ ৩২৭ বস্তা সাদা চিনি ন্যায্য মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!