মোঃ হুমায়ুন কবির,গৌরীপুরে থেকেঃ
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বুধবার ২৯ জানুয়ারি গৌরীপুর
উপজেলার চরশ্রীরামপুর এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি
সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে রাবেয়া খাতুন (৭৫) নামে এক বৃদ্ধা
নিহত হন। হাসপাতালে নেয়ার পর নিহত হন ৩ জন। নিহতরা হলেন- উজান
কাশিয়ার গ্রামের ছাহারা বানু (৬২), প্রতিবন্ধী লাল মিয়া (৫০) ও
সুতিরপাড়া গ্রামের অটো চালক রফিকুল ইসলাম (৫৫)।
নিহতদের পরিবার জানায়, নিহতরা বয◌়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার কার্ড
করার জন্য গৌরীপুর উপজেলা পরিষদে যাচ্ছিল ।
গুরুত্বর আহত ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের
বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোঃ
জয়নাল আবেদিন জানান, হাসপাতালে নেয়ার পর রফিকুল ইসলাম (৪৫),
গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের সাহেরা খাতুন (৪০) প্রতিবন্ধী লাল
মিয়া (৫০) মারা যান। আরো ১জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী চরশ্রীরামপুরের আবুল কাসেম জানান, ইটভাটার মাটি নেয়ার
দুটি হ্যান্ডট্রলি রাস্তার বাম পাশের প্রতিযোগিতা করে ময়মনসিংহের দিকে
যাচ্ছিলো। এসময় কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস এমকে সুপারের লামিয়া
এন্ড সাদ পরিবহনের সঙ্গে গৌরীপুরগামী অপর অটোরিকশার মুখোমুখী
সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬০ উর্ধ্ব এক নারী নিহত হন। খবর পেয়ে
ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ জয়নাল আবেদিনের
নেতৃত্বে আহত ও নিহতদের উদ্ধার করেন। এসময় রাস্তার দু’পাশে তীব্র
যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মোঃ নজরুল
ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক
করেন। তিনি জ জানান, নিহত বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে
প্রেরণ করা হয়েছে। বাস,অটো রিকশা ও হ্যান্ডট্রলি জব্দ করা হয়েছে।