Header Image

বাগুডাঙ্গা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

 

মো: হাচিবুর রহমান, কালিয়া,নড়াইল :

নড়াইলের কালিয়া উপজেলার সি, এম, বি, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও বাগুডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে ৩ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার সি, এম, বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি এ্যাডঃ কাজী নাফিউল মাজিদ। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ পরিচালক ডাঃ মোল্লা হারুন অর রশিদ,পহরডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোল্লা মোকাররম হোসেন হিরু, নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর কবীর, সমাজ সেবক জাকির ভূইয়া, কালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজিদুল ইসলাম শোভন, সাধারন সম্পাদক পারভেজ শেখ, সাংগঠনিক সম্পাদক মো: হাচিবুর রহমান, সাংবাদিক মনির চৌধুরী বাগুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহাবুব খান, প্রধান শিক্ষক আয়শা আক্তার বনি, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহফুজা খাতুন, সদস্য আফসানা জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাশিকুল আলম, মকিসুরা ফেরদৌসী পিয়া, লেখা সিকদার প্রমুখ। অনুষ্ঠানে উভয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ১২ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়িদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!