Header Image

ত্রিশা‌লে ৫ মে‌ডি‌সিন ব্যবসায়ী‌কে অর্থদন্ড

মোঃ মাসুদ মিয়া, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে বি‌ভিন্ন স্থা‌নে ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা ক‌রে ৫ মে‌ডি‌সিন ব্যবসায়ী‌কে ৪১ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
মঙ্গলবার (২৪মার্চ) দুপু‌রে অর্থদন্ড প্রাপ্তরা হ‌লেন, ত্রিশাল বাজা‌রের রূপালী ব্যাংক সংলগ্ন শ‌হিদুল
মে‌ডি‌কেল হল‌কে ১০ হাজার টাকা, গো-হাটা মো‌ড়ের ঔষধ ব্যবসায়ী আকরাম হোসেনকে ১০
হাজার টাকা, গো-হাটা মো‌ড়ের ঔষধ ব্যবসায়ী আমিরুল ইসলামকে ৫ হাজার টাকা, গো-হাটা
মো‌ড়ের ঔষধ ব্যবসায়ী ফ‌রিদ আহ‌মেদ‌কে ৬ হাজার টাকা ও ত্রিশাল থানা রো‌ডের ইব্রাহীম
মা‌র্কে‌টের কা‌শেম মে‌ডি‌কেল হল‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রেন ভ্রাম্যমাণ আদালাত।
‌ত্রিশাল উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো. ত‌রিকুল ইসলা‌মের নেতৃত্বে ভোক্তা অধিকার
আইনের ৪০ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক‌রেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায়
সহ‌যোগীতা ক‌রেন ত্রিশাল উপ‌জেলা স্বাস্থ্য ক‌মপ্লে‌ক্সের সে‌নেটারী ইন্সপেক্টর আবুবক্কর সি‌দ্দিক ও
ত্রিশাল থানা পু‌লিশ।
সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো. ত‌রিকুল ইসলা‌ম ব‌লেন, করোনা আতঙ্কে যখন মানুষ দিশেহারা তখন
কিছু অসাধু ব্যবসায়ী সু‌যোগ বুঝে পণ্যের অ‌তিরিক্ত দাম দাবী ও আদায় কর‌ছে ক্রেতা‌দের কাছ
‌থে‌কে। এতে ক্রেতারা আরো বে‌শি আতঙ্কগ্রস্ত হ‌য়ে পর‌ছে। তাই এসব অনিয়ম ঠেকা‌তে আজ‌কের
এ ভ্রাম্যমাণ অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!