Header Image

ময়মনসিংহে সদরে করোনা ভাইরাস প্রতিরোধে জনতার পাশে সিরতা ইউনিয়ন ছাত্রলীগ।

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগণকে সচেতন করতে জনসচেতনতামোলক প্রচার পত্র লিফলেট ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক,উপজেলা ছাত্রলীগের ভবিষ্যৎ কান্ডারী,বঙ্গবন্ধুর আদর্শে গড়া রাজপথ যোদ্ধা মাসুদ রানা বিজয় এর নেতৃত্বে সিরতা ইউনিয়ন ছাত্রলীগ

লিফলেট বিতরণকালে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সজাগ থাকতে সকলকে উৎসাহী করতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহবান জানান ছাত্রলীগের এই নেতা।

এ সময় ছাত্রলীগ নেতা মাসুদ রানা বিজয় বলেন, জনবহুল দেশে করোনা ভাইরাস সংক্রমণরোধে সবচেয়ে বেশি জরুরী জনসচেতনতা। এ কারণে বাংলার সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে জাতির জনকের স্বপ্নের নিরাপদ বাসযোগ্য, সোনার বাংলা বিনির্মানে চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সিরতা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জনসচেতনতামূলক নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা অনেকেই স্যানিটাইজার পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছেন। বাজারেও এসব প্রস্তুতিমূলক পণ্য পাওযা যাচ্ছে না। ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ এসব কিনতে পারছেন না। তাই সিরতা ইউনিয়ন ছাত্রলীগ তাদের হাতে জনসচেতনতা মোলক এসব জিনিস পৌঁছাতে এ উদ্যোগ নিয়েছে।

সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে সিরতা ইউনিয়ন ছাত্রলীগ সিরতাসহ বিভিন্ন ইউনিয়নের
বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে কয়েক হাজার মাস্ক, এবং সচেতনতামূলক হ্যান্ড লিফলেট বিলি করেন।
এসময় তার সাথে সিরতা ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!