Header Image

করোনা ভাইরাস : ভ্যানচালকের কার্ড চেয়ারম্যানের পকেটে

খায়রুল আলম রফিকঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৮নং সাখুয়া ইউনিয়নে করোনা পরিস্থিতির শিকার হয়েছেন, সত্তর বছর বয়সী ভ্যান চালক নুরুল ইসলাম । সম্প্রতি করোনা পরিস্থিতির শিকার হয়ে কর্মহীন হয়ে পড়েছেন স্থানীয় ৮ নং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এই বাসিন্দা । পরিবারে স্ত্রী ছেলে ও মেয়েকে নিয়ে অভাব অনটনে দিন কাটছে তার । ৩দিন যাবৎ ঘরে খাবার নেই । এমতাবস্থায় বাধ্য হয়েই দায়স্থ হয়েছিলেন, ৮নং সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়ার কাছে । ইউপি চেয়ারম্যান নুরুল ইসকামের জাতীয় পরিচয়পত্র ভোটার কার্ড রেখে বিদায় দেন । নুরুল ইসলাম বিডি২৪লাইভকে বলেন, চেয়ারম্যান কোন প্রকার সহযোগীতা করেননি তাকে ।
অভিযোগ রয়েছে, শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতার কার্ড প্রদানে ঘুষ দুর্নীতির আশ্রয় নেয় । এছাড়াও এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে । তন্মধ্যে চল্লিশ দিনের কর্মসূচী ভি.জি.ডি কার্ড সহ হত দরিদ্র সাধারণ মানুষের কল্যাণে বিনামূল্যে প্রদানের জন্য সকল সরকারী কর্মসূচীতে ঘুষ দুর্নীতি করে থাকেন ।
এ বিষয়ে চেয়ারম্যান শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়ার মোবাইলে ফোনে জানতে চাইলে তিনি ফোন রিসিফ করেননি।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান,খোঁজ নিয়ে তার পাশে দাঁড়াবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!