Header Image

টঙ্গী সরকারি হাসপাতাল থেকে করোনা রোগীর পলায়ন

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে তিন করোনা রোগী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রোগী পালিয়ে যাওয়ায় তোলপাড় চলছে।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল অফিসার এ নিয়ে (আরএমও) পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটিতে চারজন সন্দেহভাজন করোনা রোগী ভর্তি ছিলেন। ১৯ এপ্রিল হাসপাতালটির সার্জারি বিভাগের একজন চিকিৎসক এবং ওই চারজনের নমুনা পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ আসে। চিকিৎসককে আইসোলেশনে ও অপর রোগী পুলিশ সদস্য হওয়ায় তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়।এসময় করোনা শনাক্তের খবর পেয়ে অপর তিন রোগী পালিয়ে যান।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক নিজাম উদ্দিন জানান, করোনায় আক্রান্ত এক শিশুকে ঢাকা শিশু হাসপাতাল এবং আরেকজনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন কাউকে না জানিয়ে চলে গেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তবে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পারভেজ হাসান করোনা রোগী পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!