Header Image

পাটগ্রামে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাবার পৌছিয়ে দিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রুহুল আমীন বাবুল

কামরান হাবিব, রংপুর প্রতিনিধি :

চলমান করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে লকডাউন কর্মসুচিতে গৃহবন্দী হয়ে আবদ্ধ থাকা কর্মহীন মানুষ গুলোর পাশে দাঁড়ালেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমীন বাবুল। উপজেলা, পৌর ও কলেজ ছাএলীগের মাধ্যমে এসব জরুরি খাদ্য সামগ্রী রাতের আধারে সামাজিক দুরত্ব নিশ্চিত করে বিতরন করা হচ্ছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পাটগ্রামের অসহায় পরিবার গুলো এখন চরমভাবে খাদ্য সংকটাপন্ন অবস্থায় রয়েছে তাই তাদের পাশে অবস্থান নেওয়ায় পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমীন বাবুল এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতনমহল। এবিষয়ে মোঃ রুহুল আমীন বাবুলের সাথে কথা হলে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবৃত্ত পরিবার গুলোতে দেখা দিয়ে আর্থিক সংকট।ফলে তাদের সকল ধরনের চাহিদা সংকটাপন্ন অবস্থার সৃষ্টি হয়েছে।তাই সরকারের পাশাপাশি আমরাও অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা চালিয়ে যাচ্ছি। কর্মহীন পরিবার গুলো খোঁজ খবর নিয়ে তাদের বাড়ি বাড়ি জরুরি খাদ্য সামগ্রী বিতরন করছি। তবে হতাশ হবার কিছু নেই আমরা বীরের জাতি, আমরা লড়াই করতে জানি। তাই এই লড়াইয়ে জিততে হলে আমাদের সকলের সচেতন হওয়াটা জরুরি।আমি পাটগ্রামের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সরকার ঘোষিত দিকনির্দেশনা মেনে চলার আহবান জানাই । তবে উপজেলা চেয়ারম্যান মো: রুহুল আমীন বাবুলের দেওয়া এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে উপকারভোগীগন খুশিতে আত্নহারা হয়ে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!