Header Image

নিজ অর্থায়নে কর্মহীন মানুষের পাশে ইফতার সামগ্রী নিয়ে কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলাম

ইসমাইল হোসেন সোহাগঃ 

হাজার বছরের শ্রেষ্ঠ বাংঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ছড়িয়ে পড়া মহামারী নোভেল ভয়ংকর করোনা ভাইরাস প্রতিরোধে এবং মাহে রমজান মাসে লকডাউন পরিস্থিতিতে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার ১৪০০ কর্মহীন, দুস্থ-অসহায় পরিবারের কথা চিন্তা করে ব্যক্তিগত উদ্যোগে আবারও উপহার স্বরুপ ইফতার সামগ্রী পৌছে দিয়ে মানবতার হাত আরো প্রসারিত করেছেন বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক তৃণমূল থেকে উঠে আসা ছাত্রনেতা, মানবপ্রেমিক জননেতা আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম আমিন।

গত ৯ মে”২০২০ইং রবিবার দিনব্যাপী সাতকানিয়া উপজেলার বারোদুনা এলাকা থেকে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ শুরু করেন। পর্যায়ক্রমে দুই উপজেলার ১৪০০ কর্মহীন অসহায় পরিবারে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আর এইসব বিষয়ে তদারকি করেন কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী সচিব বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ মিরান হোসেন মিরান। এইসব ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, পেঁয়াজ, চিনি, ছোলা, তেল, সেমাই, লবন ও সাবান।

এ সময় কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাংঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এবং উনার নির্দেশে আমার সাতকানিয়া-লোহাগাড়ার প্রায় মানুষ ব্যবসায়ী ও কর্মজীবী। তাই আমি এই সংকটময় সময়ে তাদের কথা চিন্তা করে এবং অসহায় ও কর্মহীন ঘর বন্দি মানুষের জন্য ১৪০০’শত পরিবারের ঘরে ঘরে সামাজিক দূরত্ব বজায় রেখে জনসমাগম না করে এসব ইফতার সামগ্রী পাঠানোর জন্য দলীয় নেতা কর্মীদেরকে বলা হয়েছে।

ইতিপূর্বেও আমি এলাকার অনেক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। এটি মাত্র আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। এইসব কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।একই সাথে তিনি এলাকার বিত্তশালীদেরকে জাতির এই কঠিন দুঃসময়ে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, সারাদেশে ভয়াল ঘাতক মহামারি নোভেল করোনা ভাইরাস থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে সামাজিক দূরুত্ব বজায় রাখা। এজন্য দেশবাসীর প্রতি অনুরোধ আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন এবং সামাজিক দূরুত্ব বজায় রাখুন। সরকারি আইন মেনে চলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!