Header Image

জৈন্তাপুরে মা’দের জন্য সিলেট জেলা পুলিশ সুপারের ঈদ উপহার।

সিলেটের জৈন্তাপুরে জৈন্তাপুর মডেল থানা ও সিলেট জেলা পুলিশ কল্যান তহবিলের সহযোগিতায় মা দিবস উপলক্ষে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জৈন্তাপুরে হতদরিদ্র মাদের জন্য ঈদ উপহার প্রদান করেন। ১২ মে মঙ্গলবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় ১৫০ জন মায়ের কাছে নিজ হাতে এ উপহার তুলে দেন। ঈদ উপহারের মাজে পবিত্র ঈদের প্রয়োজনীয় খাবার সামগ্রী দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া লুৎফর রহমান, সার্কেল এএসপি, আঃ করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (উত্তর) সাইফুল আলম। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, করোনাভাইরাস থেকে জনগণকে সুরক্ষিত রাখতে অত্যন্ত আন্তরিক হয়ে দায়িত্বপালন করছে পুলিশ। পাশাপাশি দৈনিন্দিন আয়-রোজগার বন্ধ থাকায় কিছু কিছু মানুষের খাদ্যকষ্ট পুলিশকে ভাবিয়ে তুলছে। মূলত সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সাধ্যমত কিছু খাদ্যসামগ্রী ও ঈদ উপহার নিয়ে এসব মায়েদের পাশে থাকার চেষ্টা করছি। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এভাবে মানুষের পাশে থাকার এরকম কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!