Header Image

ভালুকায় ছাত্র লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন 

“তিনটি  করে বৃক্ষরোপণ করুন, দূষণ মুক্ত স্বদেশ গড়ুন” স্লোগান সামনে রেখে বাংলাদেশ ছাত্র লীগের  কেন্দ্রীয়  সংসদের নির্দেশে জেলা ছাত্রলীগের পরামর্শে  ভালুকা উপজেলা ছাত্রলীগ  শাখা  বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে। ভালুকা সরকারি পশু হসপিটালের মাঠের পাশ দিয়ে  গাছের চারা রোপন করে,  এই কর্মসূচির শুভ সূচনা করেন  ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন ।এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহান শরিফ ,
 প্রচার সম্পাদক মোঃ সাদিকুর রহমান,সহ সম্পাদক ফয়সাল কবির, ছাত্রলীগের সদস্য হৃদয়
 অনিক ,রাসেল, সহ উপজেলা ছাত্রলীগের  অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্রলীগের এই ধরণের মহতী কর্মসূচি আবারো প্রমাণ করলো, এই দেশের স্বাধীনতা অর্জনে আমরা যেমন তাজা প্রাণ বিসর্জন দিতে ভয় পাইনা, তেমনি পরিবেশ রক্ষাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দূষণমুক্ত পরিবেশ সকল নাগরিকের প্রতাশ্যা। তাই এই বাংলাদেশকে দূষণমুক্ত  করা ও পরিবেশ ভারসাম্য রক্ষার মত মহৎ  দায়িত্ব কাঁধে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সাহসী নেতাকর্মীরা।সকল নেতাকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ যেমনি ভাবে তাঁরা ১৯৭১ বিজয় ছিনিয়ে এনেছে তেমনি ভাবে পরিবেশ ভারসাম্য রক্ষায় ও সফল হবে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ  মুজিবের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়বদেশ। ছাত্র লীগের সভাপতি  বলেন,   ছাত্রলীগের আজকের মতো মহতী কার্যক্রম আগামীতে পরিচালনা অব্যাহত রাখলে শিগ্রই সাধারন শিক্ষার্থীদের মন জয় করতে পারবে ঐতিহাসিক ও গৌরবান্বিত এই ছাত্র সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!