Header Image

ত্রিশালে ভ্রাম্যমান আদালতে মৎস্য হ্যাচারীকে ১ লাখ টাকা জরিমানা

মোঃ মাসুদ মিয়া, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডাক্তার মৎস্য হ্যাচারী ও নার্সারীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) উপজেলার ধলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মনোসেক্স তেলাপিয়ার লাইসেন্স নিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ চাষ ও পোনা বাজাত করনের অপরাধে মৎস্য হ্যাচারী আইন ২০১০ এর ৯ ধারায় ডাক্তার মৎস্য হ্যাচারী ও নার্সারীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আভিযান পরিচালনা করেন সহকারী কমিশনর (ভূমি) মো. তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার রহমান বিল্লাল প্রমূখ। ভ্রম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন এস.আই হারুনের নেতৃত্বে ত্রিশাল থানা পুলিশ টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!