Header Image

ময়মনসিংহে মুসল্লীদের সাথে প্রতিমন্ত্রী, বিভাগীয় কমিশনার,ডিসির শুভেচ্ছা বিনিময়।

 

আরিফ রববানী,(ময়মনসিংহ)

ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মসজিদে ঈদুল আযহার প্রথম জামায়াত অুষ্ঠিত হয়। জামাতে অংশ গ্রহন করেন,গনপূর্ত প্রতিমন্ত্রী মোঃশরীফ আহমেদ এমপি,বিভাগীয় কমিশনার মোঃকামরুল হাসান
(এনডিসি),জেলা প্রশাসক মোঃমিজানুর রহমান সহ সর্বস্তরের ধর্মপ্রান জনসাধারন।

করোনা সংক্রমন প্রতিরোধে যথাযথ স্বাস্হ্যবিধি মেনে তিনতলা বিশিষ্ট মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও,ঈদুল আযহার নামাজ আদায়ে, ধর্মপ্রান মুসল্লীদের ব্যাপক আগমনের ফলে,ঈদগাহ মাঠের প্রায় অর্ধেকাংশ জুড়ে নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ববাসী তথা বাংলাদেশের জনগণকে রক্ষা করা এবং বন্যা দুর্গত মানুষের দুর্দশা লাঘবের জন্য মহান আল্লাহ তায়ালার অনুগ্রহ ও রহমত কামনা করে বিশেষ মোনাজাত এবং দোয়া করা হয়। মোনাজাতে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

সামাজিক সুরক্ষা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ ঈদ জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।পরে প্রতিমন্ত্রী,বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সাধারণ মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!