by SF News
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ শামছুদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের আধাপাকা ভবনের শুভ উদ্বোধন এবং ৪র্থ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী আকতার হোসেন সরকারের নিজস্ব অর্থায়নে স্থাপিত আধাপাকা ভবনের শুভ উদ্বোধন ও ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় বরাইদ শামছুদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি আকতার হোসেন সরকারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ সদস্য আফতাব মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম আহম্মেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এড. শওকত আলী, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডের সাবেক কমান্ডার নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক উমর হায়াৎ খান নঈম, তথ্য ও গবেষনা সম্পাদক আইয়ুব আলী মাস্টার, উপ-দপ্তর সম্পাদক আফতাব আহামেদ মাহাবুব, মেদুয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লোকমান হেকিম সরকার, সাধারন সম্পাদক আলহাজ্ব আঃ মজিদ মাস্টার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজিব, কৃষকলীগ সাধারন সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া, মেদুয়ারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী জমাদ্দার প্রমূখ। এসময় শহীদ শামছুদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান বিএসসি, অন্যান্য শিক্ষক ও কর্মচারী বৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করেন।
Post Views:
৯২৮